আমিরুলের হ্যাটট্রিক সত্ত্বেও অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হার

By ক্রীড়া প্রতিবেদক
29 November 2025, 13:24 PM
UPDATED 29 November 2025, 20:21 PM

হ্যাটট্রিক করলেন ড্র্যাগ ও ফ্লিক বিশেষজ্ঞ আমিরুল ইসলাম। অসাধারণ পারফরম্যান্সে জিতলেন ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার। তার নৈপুণ্যের দিনে বেশ লড়াই করলেও সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সঙ্গে পেরে উঠল না বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল।

প্রথমবারের মতো জুনিয়র হকি বিশ্বকাপে অংশ নেওয়া বাংলাদেশের অভিযান শুরু হয়েছে হার দিয়ে। শনিবার ভারতের চেন্নাইয়ের মেয়র রাধাকৃষ্ণন হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত 'এফ' পুলের ম্যাচে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-২১ দলের কাছে ৫-৩ গোলে পরাস্ত হয়েছে তারা। খেলার ১৪, ৪৩ ও ৫৯তম মিনিটে গোল করে হ্যাটট্রিকের স্বাদ নেন আমিরুল।

এই নিয়ে দ্বাদশবারের মতো জুনিয়র হকি বিশ্বকাপে খেলছে অস্ট্রেলিয়া। ১৯৯৭ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত আসরে তারা হয়েছিল চ্যাম্পিয়ন। তাদের চেয়ে নামেভারে পিছিয়ে থাকলেও বাংলাদেশ একেবারে ছেড়ে কথা বলেনি।

ban_vs_aus_hockey.jpg
ছবি: এশিয়ান হকি ফেডারেশন

ম্যাচের শুরুতেই যদিও পিছিয়ে পড়ে লাল-সবুজের প্রতিনিধিরা। মাত্র ৪১তম সেকেন্ডে অলিভার উইলের ফিল্ড গোলে এগিয়ে যায় অস্ট্রেলিয়া। এরপর প্রথম কোয়ার্টারের শেষদিকে পেনাল্টি কর্নার থেকে গোল করে বাংলাদেশকে সমতায় ফেরান আমিরুল।

দ্বিতীয় কোয়ার্টারে অবশ্য সেই স্বস্তি টেকেনি। ১৮ থেকে ২৩— মাত্র পাঁচ মিনিটের মধ্যে তিনটি গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় অজিরা। একে একে উদযাপন করেন ইয়ান গ্রোবেলার, ডিলান ব্রিক ও ডানকান জ্যাকসন। বাংলাদেশও সুযোগ পায়। তবে ৩০তম মিনিটে টানা তিনটি পেনাল্টি কর্নার অর্জন করলেও কোনোটিই কাজে লাগাতে পারেনি তারা।

ban_vs_aus_hockey_2.jpg
ছবি: এশিয়ান হকি ফেডারেশন

তৃতীয় কোয়ার্টারের শেষদিকে ফের গোল করে ম্যাচে কিছুটা প্রাণ ফেরান আমিরুল। কিন্তু চতুর্থ কোয়ার্টারে কোনো চমক দেখাতে পারেনি বাংলাদেশ। ৪৮তম মিনিটে ডেকিন স্ট্যাঙ্গার অস্ট্রেলিয়ার হয়ে গোল করার পর ৫৯তম মিনিটে আমিরুল পূর্ণ করেন হ্যাটট্রিক। তবে ঘুরে দাঁড়ানোর পথ ততক্ষণে শেষ।

'এফ' পুলে বাংলাদেশের বাকি দুটি প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া ও ফ্রান্স অনূর্ধ্ব-২১ দল। আগামীকাল একই ভেন্যুতে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। দিনের আগের ম্যাচে ফ্রান্সের বিপক্ষে ১১-১ গোলের বড় ব্যবধানে হেরেছে কোরিয়ানরা।