পাঁচ গোল করে জুনিয়র হকি বিশ্বকাপে বাংলাদেশের প্রথম জয়ের নায়ক আমিরুল
ড্র্যাগ-অ্যান্ড-ফ্লিকের বিশেষজ্ঞ আমিরুল ইসলাম হকির জুনিয়র বিশ্বকাপে পেনাল্টি কর্নার থেকে গোল করার ধারা অক্ষুণ্ণ রেখেছেন। আজ ভারতের মাদুরাইতে স্থান নির্ধারণী ম্যাচে ওমানের বিপক্ষে ১৩-০ গোলের বিশাল জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল। তাতে টুর্নামেন্টে নিজের তৃতীয় হ্যাটট্রিকসহ একাই পাঁচটি গোল করেন আমিরুল ইসলাম।
স্পেনের শীর্ষ গোলদাতা ব্রুনো আভিলার আট গোলকে টপকে চার ম্যাচে তার গোল সংখ্যা দাঁড়িয়েছে ১২ । চলমান টুর্নামেন্টে এই প্রথম জয়ের ফলে ২৪ জাতির বিশ্বকাপে বাংলাদেশ ১৭ থেকে ২০তম স্থানের মধ্যে শেষ করবে তা নিশ্চিত হলো।আগামী ৬ ডিসেম্বর ১৭ থেকে ২০তম স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ এখন দক্ষিণ কোরিয়া এবং মিশরের মধ্যেকার বিজয়ী দলের মুখোমুখি হবে।
সাবেক চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও বর্তমান রানার্স-আপ ফ্রান্সের বিপক্ষে লড়াকু ম্যাচ খেলা এবং দক্ষিণ কোরিয়ার বিপক্ষে প্রশংসনীয় ড্রয়ের পর লাল-সবুজের দল উচ্চ মনোবল নিয়ে মাঠে নামে। ফলে ওমানের বিপক্ষে তারা একতরফাভাবে খেলে বিশাল জয় নিশ্চিত করে। এর আগে ২০১৪ সালে জুনিয়র এশিয়া কাপে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দলের বিপক্ষে ৭-০ গোলের বড় ব্যবধানে হেরেছিল ওমান। এই জয়ের মাধ্যমে বাংলাদেশ জুনিয়র হকি দল ২০১৪ সাল থেকে ওমান অনূর্ধ্ব-২১ দলের বিপক্ষে টানা সাতটি ম্যাচে জয়ের রেকর্ড বজায় রাখল।
একাদশ, পঞ্চদশ এবং ফের পঞ্চদশ মিনিটে টানা তিনটি পেনাল্টি কর্নার থেকে গোল করে লাল-সবুজের দলের জন্য কাজটি সহজ করে দেন আমিরুল। এরপর ১৯তম ও ২৫তম মিনিটে ফরোয়ার্ড রকিবুল ইসলাম ওপেন প্লে থেকে আরও দুটি গোল করে ব্যবধান বাড়ান। বিরতির পর রকিবুল ওপেন প্লে থেকে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন এবং আমিরুল আরও দুটি গোল করে তার গোল সংখ্যা পাঁচে নিয়ে যান।
মোহাম্মদ আব্দুল্লাহ ও মোহাম্মদ সাজুও গোল উৎসবে যোগ দিয়ে দুজনই দুটি করে গোল করেন। অন্যদিকে ওবায়দুল জয় একটি গোল করে স্কোরশিটে নিজের নাম লেখান।