কুলদীপ, অক্ষর ও বুমরাহর নৈপুণ্যে পাকিস্তানকে ১২৭ রানে আটকাল ভারত

By স্পোর্টস ডেস্ক
14 September 2025, 15:54 PM
UPDATED 14 September 2025, 22:38 PM

ওপেনার সাহিবজাদা ফারহান লম্বা সময় একপ্রান্ত আগলে রাখলেও থাকলেন মন্থর। পাকিস্তানের অন্য বিশেষজ্ঞ ব্যাটাররাও পারলেন না ক্রিজে নিজেদের মেলে ধরতে। শেষদিকে শাহিন শাহ আফ্রিদির ক্যামিও ইনিংস সত্ত্বেও তাই দলটির পুঁজি হলো সাদামাটা। বোলারদের সম্মিলিত অবদানে লক্ষ্য নাগালের মধ্যে রাখল তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ভারত।

রোববার দুবাইতে এশিয়া কাপের 'এ' গ্রুপের বহুল প্রতীক্ষিত ম্যাচে টস জিতে আগে ব্যাট করেছে পাকিস্তান। কিন্তু ভারতের নিয়ন্ত্রিত বোলিংয়ের বিপরীতে ব্যর্থতার বৃত্তে বন্দি থেকেছে তারা। পুরো ২০ ওভার খেলে দলটি স্কোরবোর্ডে জমা করতে পেরেছে ৯ উইকেটে ১২৭ রান।

ভারতের পক্ষে ৪ ওভারে ১৮ রান খরচায় ৩ উইকেট নেন বাঁহাতি স্পিনার কুলদীপ যাদব। ২ উইকেট পেতে আরেক বাঁহাতি স্পিনার অক্ষর প্যাটেলও দেন ৪ ওভারে ১৮ রান। ডানহাতি পেসার জসপ্রিত বুমরাহ ৪ ওভারে ২৮ রানের বিনিময়ে শিকার করেন সমানসংখ্যক উইকেট। এছাড়া, একটি করে উইকেটের দেখা পান রহস্য স্পিনার বরুণ চক্রবর্তী ও ডানহাতি পেসার হার্দিক পান্ডিয়া। যদিও হার্দিক ছিলেন খরুচে। তার ৩ ওভারে ওঠে ৩৪ রান।

পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন সাহিবজাদা। ১৭তম ওভারের প্রথম ডেলিভারিতে কুলদীপের শিকার হওয়ার আগে তিনি খেলেন ৪৪ বল। তার ব্যাট থেকে আসে একটি চার ও তিনটি ছক্কা। দ্বিতীয় সর্বোচ্চ অপরাজিত ৩৩ রান করেন নয়ে নামা শাহিন। ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ১৬ বলে চারটি ছক্কা হাঁকান তিনি।

দুই অঙ্কের ঘরে আর যেতে পারেন কেবল ফখর জামান (১৫ বলে ১৭ রান), ফাহিম আশরাফ (১৪ বলে ১১ রান) ও সুফিয়ান মুকিম (৬ বলে ১০ রান)। রানের খাতা খুলতে পারেননি সাইম আইয়ুব ও মোহাম্মদ নওয়াজ। দুজনই মুখোমুখি হওয়া প্রথম বলে আউট হয়ে গোল্ডেন ডাকের তেতো স্বাদ পান।

ম্যাচের প্রথম ডেলিভারি ওয়াইড হওয়ার পর প্রথম বৈধ বল থেকেই শুরু হয় পাকিস্তানের দুর্দশা। পয়েন্টে বুমরাহর তালুবন্দি হয়ে হার্দিকের শিকার হন সাইম। পরের ওভারে মোহাম্মদ হারিসকে বুমরাহ যখন বিদায় করেন, তখন দলটির সংগ্রহ কেবল ৬ রান। তবে সাহিবজাদা ও ফখরের ব্যাটে তারা পাওয়ার প্লে শেষ করে বেশ ভালো অবস্থায়। ৬ ওভারে তাদের রান দাঁড়ায় ২ উইকেটে ৪২।

অষ্টম ওভারে অক্ষর ৩৮ বলে ৩৯ রানের তৃতীয় উইকেট জুটি ভাঙলে ধসে পড়ে পাকিস্তান। চেপে ধরা ভারতের বোলারদের পাল্টা জবাব দেওয়ার উপায় খুঁজে পায়নি তারা। অধিনায়ক সালমান আগা, হাসান নওয়াজ ও মোহাম্মদ নওয়াজরা আসা-যাওয়ার মিছিলে নামলে এক পর্যায়ে ৮৩ রানে ৭ উইকেট পড়ে যায়। ফলে দলটির তিন অঙ্কে পৌঁছানো নিয়েই শঙ্কা দেখা দেয়। শেষমেশ শাহিন ব্যাট হাতে জ্বলে ওঠায় বলার মতো সংগ্রহ পায় পাকিস্তান।