আইপিএল খেলার ইচ্ছা থাকলেও আগামীতে নাম দেওয়া নিয়ে ভাববেন তানজিম

By ক্রীড়া প্রতিবেদক
6 January 2026, 12:23 PM
UPDATED 6 January 2026, 19:08 PM

মোস্তাফিজুর রহমানের সঙ্গে এবার আইপিএলের নিলামে নাম ছিল তানজিম হাসান সাকিবেরও। মোস্তাফিজ রেকর্ড মূল্যে দল পেলেও তানজিম অবিক্রিত থেকে যান। তবে মোটা অঙ্কে দল পাওয়ার পরও রাজনৈতিক ইস্যুতে শেষ পর্যন্ত খেলা হচ্ছে না মোস্তাফিজেরও। বিষয়টি উল্টো এখন অনেক দূর গড়িয়েছে। এমন পরিস্থিতিতে ভবিষ্যতে আইপিএলের নিলামে নাম দেওয়া নিয়ে নিজের খোলামেলা মতামত দিলেন তানজিম।

আইপিএলে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে নিয়মিত মুখ মোস্তাফিজুর রহমান। দারুণ ছন্দে থাকায় এবারের নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স (কেকেআর), যা আইপিএল ইতিহাসে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ মূল্যের রেকর্ড। তাকে নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস থাকলেও তা দ্রুতই হতাশায় রূপ নেয়। বিসিসিআই-এর নির্দেশে কেকেআর তাকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার ঘোষণা দেয়। যদিও আনুষ্ঠানিকভাবে সুনির্দিষ্ট কারণ বলা হয়নি, তবে বর্তমান রাজনৈতিক অস্থিরতার কারণেই যে এমন সিদ্ধান্ত, তা সহজেই অনুমেয়।

মোস্তাফিজের এই বাদ পড়ার ঘটনায় বাংলাদেশে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বর্তমান অন্তর্বর্তী সরকারের পরামর্শে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত ইতিমধ্যে আইসিসি-কে জানিয়েছে বিসিবি; সেই সঙ্গে তারা ভেন্যু পরিবর্তনের অনুরোধও করেছে। এমন বাস্তবতায় দাঁড়িয়ে পেসার তানজিম হাসান সাকিব বললেন, ক্রিকেটে রাজনীতির প্রভাব থাকা উচিত নয়। খেলোয়াড় হিসেবে বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি আসরে খেলার ইচ্ছা তাদের সবসময়ই থাকে।

বিপিএলের বিরতির দিনে মঙ্গলবার রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে খেলা তানজিম মোস্তাফিজ ইস্যু নিয়ে কথা বলেন। আইপিএলের সর্বশেষ নিলামে নাম লেখানো ৭ বাংলাদেশির একজন ছিলেন তিনি।

বদলে যাওয়া পরিস্থিতিতে আগামীতে আইপিএলে নাম দেবেন কি না, জানতে চাইলে তিনি বলেন, 'আইপিএল থেকে উনাকে (মোস্তাফিজ) কেন সরানো হলো তা আমাদের স্পষ্ট নয়, হয়তো রাজনৈতিক কোনো কারণ থাকতে পারে। তবে ক্রিকেটে রাজনীতি না আসাই ভালো। আমরা তো (অংশ) নিতে চাই। আমরা তো রাজনৈতিক দিক চিন্তা করি না। খেলোয়াড় হিসেবে আমাদের আইপিএল খেলার ইচ্ছা থাকে এবং সেভাবেই নাম দেই। পরের বছর এজেন্টের সঙ্গে বা দেশে যারা সংশ্লিষ্ট আছেন তাদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেব নাম দেব কি দেব না।'

আগামী ফেব্রুয়ারিতে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপ পর্বের চারটি ম্যাচই ভারতে হওয়ার কথা। এর মধ্যে তিনটি কলকাতায় এবং একটি মুম্বাইতে। বিসিবি চায় ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নিতে। বিশ্বকাপের দল ঘোষণা ও পরিকল্পনা চূড়ান্ত হয়ে গেলেও ভেন্যু পরিবর্তনকে বড় সমস্যা মনে করছেন না তানজিম। তার ভাষ্য, 'শ্রীলঙ্কা এবং ভারতের উইকেটের মধ্যে খুব একটা পার্থক্য নেই। প্রেমাদাসা বাদে শ্রীলঙ্কার বাকি ভেন্যুগুলো সাধারণত ফ্ল্যাট বা ব্যাটিং সহায়ক হয়। তাই আমি মনে করি না ভেন্যু পরিবর্তনে খুব একটা সমস্যা হবে।'

তানজিম আরও জানান, ৯ কোটি ২০ লাখ রুপিতে দল পাওয়ার পর বাদ পড়ার খবরে মোস্তাফিজ মোটেও বিচলিত হননি, বরং পুরো বিষয়টি তিনি হেসেই উড়িয়ে দিয়েছেন। স্বভাবসুলভ আমুদে মেজাজেই আছেন এই বাঁহাতি পেসার। মোস্তাফিজের ছন্দ ও বোর্ডের ভূমিকা নিয়ে তানজিম বলেন, 'মোস্তাফিজ ভাই শুরু থেকেই দুর্দান্ত বোলিং করছেন এবং তিনি তার শক্তির জায়গা থেকে কখনো সরে যাননি। সিনিয়র হিসেবে তিনি আমাদের অনেক টিপস দেন যা আমাদের খুব সাহায্য করে। আর বোর্ড যে তার পাশে দাঁড়িয়েছে, এটিই বোর্ডের কাজ এবং এটি অত্যন্ত প্রশংসনীয়।'