বিশ্বকাপের মাঝে ছুটি নিয়ে নিউজিল্যান্ডে ফিরতে পারেন হেনরি-ফার্গুসন
চোট কাটিয়ে নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে ফিরেছেন দুই অভিজ্ঞ পেসার ম্যাট হেনরি ও লোকি ফার্গুসন। তবে স্বস্তির খবরের মাঝেও কিউই শিবিরে রয়েছে কিছুটা অনিশ্চয়তার দোলাচল। কারণ বিশ্বকাপ চলাকালীন যেকোনো সময় ব্যক্তিগত কারণে স্বল্পমেয়াদী ছুটি নিয়ে দেশে ফিরতে পারেন তারা।
হেনরি ও ফার্গুসন— দুজনেরই স্ত্রী সন্তানসম্ভবা। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি) জানিয়েছে, আসন্ন বিশ্ব আসর চলাকালীন প্রয়োজন পড়লে তাদেরকে ছোট পিতৃত্বকালীন ছুটি দেওয়া হবে। ফলে টুর্নামেন্টের কোনো একটি পর্যায়ে দুই অভিজ্ঞ পেসারকে ছাড়াই মাঠে নামতে হতে পারে ২০২১ সালের আসরের রানার্সআপদের।
দীর্ঘদিন ধরে চোটের কারণে অনেক ক্রিকেটারকে না পাওয়া নিউজিল্যান্ড স্বস্তির নিশ্বাস ফেলেছে বিশ্বকাপের দলে প্রথম সারির প্রায় সবাইকে ফিরে পেয়ে। চোট কাটিয়ে হেনরি-ফার্গুসন ছাড়াও ফিরেছেন আরেক গতিময় পেসার অ্যাডাম মিল্ন ও বিধ্বংসী ওপেনার ফিন অ্যালেন। আর অধিনায়ক মিচেল স্যান্টনার ও মার্ক চ্যাপম্যানের চোট থেকে ফেরা প্রায় নিশ্চিতই ছিল।
এনজেডসি অবশ্য জানিয়েছে, প্রত্যেক ক্রিকেটারের ম্যাচ ফিটনেসের জন্য তাদের আলাদা পরিকল্পনা রয়েছে। কারণ চোট কাটিয়ে আসা সবাই এখনও শতভাগ ফিট নন। আশা করা হচ্ছে, আগামী ৮ ফেব্রুয়ারি আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচের আগেই তারা পুরোপুরি প্রস্তুত হয়ে উঠবেন।
দলে বড় চমক হিসেবে আছেন পেসার জ্যাকব ডাফি। মূল পেসারদের অনুপস্থিতিতে দুর্দান্ত পারফর্ম করে বর্তমানে আইসিসি টি-টোয়েন্টি বোলিং র্যাঙ্কিংয়ে দুইয়ে আছেন তিনি। ক্যারিয়ারে প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছেন কোনো বিশ্বকাপে। টি-টোয়েন্টিতে ৩৮ ম্যাচে ৭.৩৬ ইকোনমিতে তার শিকার ৫৩ উইকেট।
অন্যদিকে, কপাল পুড়েছে ওপেনার টিম রবিনসনের। নিয়মিতদের শূন্যতায় ২৩ টি-টোয়েন্টিতে সুযোগ পেয়ে একটি সেঞ্চুরিসহ ৩১.৭৬ গড় ও ১৩৮.৮১ স্ট্রাইক রেটে তার সংগ্রহ ৫৪০ রান। এমন ভালো রেকর্ড থাকা সত্ত্বেও তারকা ক্রিকেটাররা ফেরায় জায়গা হারিয়েছেন তিনি। এছাড়া, চোটপ্রবণ কাইল জেমিসন থাকছেন রিজার্ভ হিসেবে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের 'ডি' গ্রুপে নিউজিল্যান্ডের অন্য প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, কানাডা ও সংযুক্ত আরব আমিরাত। এর আগে প্রস্তুতির অংশ হিসেবে ভারতের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি খেলবে তারা।
নিউজিল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড: মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, লোকি ফার্গুসন, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, অ্যাডাম মিল্ন, জেমস নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, টিম সাইফার্ট ও ইশ সোধি।
রিজার্ভ: কাইল জেমিসন।