ভারত সব দলকেই স্বাগত জানাতে প্রস্তুত: হরভজন
আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের মধ্যকার ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে মুখ খুলেছেন ভারতের সাবেক অফ-স্পিনার হরভজন সিং। নিরাপত্তা শঙ্কায় নিজেদের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে নেওয়ার জন্য আইসিসির কাছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনুরোধের প্রেক্ষিতে তিনি তার মতামত ব্যক্ত করেন।
বর্তমান পরিস্থিতিতে ক্রিকেটার ও কর্মকর্তাদের নিরাপত্তার কথা বিবেচনা করে বাংলাদেশ দল ভারত সফর না করার ইঙ্গিত দিয়েছে। এই প্রসঙ্গে সংবাদ সংস্থা এএনআই-এর সঙ্গে আলাপকালে হরভজন স্পষ্ট করেছেন, ভারত সব দলকেই স্বাগত জানাতে প্রস্তুত; তবে চূড়ান্ত সিদ্ধান্ত আইসিসি ও বাংলাদেশের ওপরই নির্ভর করছে।
হরভজন বলেন, 'গত কয়েকদিনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার কারণে বাংলাদেশ ভারতে আসতে চাচ্ছে না। বাংলাদেশে যা ঘটেছে তা ঠিক নয়। তাদের অনুরোধের বিষয়ে আইসিসিকে সিদ্ধান্ত নিতে হবে। আমরা ভারতে সবাইকে স্বাগত জানাই, তবে তারা এখানে আসতে চায় কিনা তা তাদের সিদ্ধান্ত।'
ঘটনার সূত্রপাত হয় আগামী আইপিএলে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানের খেলাকে কেন্দ্র করে। কলকাতা নাইট রাইডার্স নিলাম থেকে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে দলে নিলেও ভারতের ক্ষমতাসীন দল বিজেপির রাজনীতিবিদ ও ধর্মীয় নেতাদের দাবির মুখে তাকে বাদ দেওয়ার চাপ তৈরি হয়।
রাজনৈতিক ও সাম্প্রদায়িক চাপের মুখে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) গত শনিবার কলকাতা ফ্র্যাঞ্চাইজিকে নির্দেশ দেয় মোস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে ছেড়ে দিতে। বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া এই সিদ্ধান্তের পেছনে 'সাম্প্রতিক পরিস্থিতি' বা 'সাম্প্রতিক ঘটনাবলি'কে কারণ হিসেবে উল্লেখ করেন।
চুক্তিবদ্ধ একজন বিশ্বমানের ক্রিকেটারকে রাজনৈতিক কারণে বাদ দেওয়ায় বাংলাদেশে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়। সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল এর কড়া প্রতিবাদ জানান এবং ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি স্পষ্ট করে জানান যে, যেখানে একজন ক্রিকেটারের নিরাপত্তা সুনিশ্চিত নয়, সেখানে পুরো জাতীয় দলের ভারত সফর নিরাপদ হতে পারে না।
শুরুতে বিসিবি ভেন্যু পরিবর্তনের বিষয়ে নমনীয় থাকলেও সরকারের কঠোর নির্দেশনায় তারা অবস্থান পরিবর্তন করে। গতকাল রোববার বিকালে বিসিবি পরিচালনা পর্ষদের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সেখানে বর্তমান পরিস্থিতি ও ক্রিকেটারদের নিরাপত্তার কথা বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হয় যে, বাংলাদেশ দল বিশ্বকাপের জন্য ভারত সফর করবে না।
জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী বিসিবি আনুষ্ঠানিকভাবে আইসিসিকে চিঠি দিয়েছে। তারা অনুরোধ করেছে যেন বাংলাদেশের গ্রুপ পর্বের সব ম্যাচ (যেগুলো কলকাতা ও মুম্বাইয়ে হওয়ার কথা ছিল) ভারত থেকে সরিয়ে অন্য কোনো নিরপেক্ষ ভেন্যুতে নেওয়া হয়। উল্লেখ্য, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা।
বিশ্বকাপের মূল সূচি অনুযায়ী, আগামী ৭ ফেব্রুয়ারি উদ্বোধনী দিনে কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশের প্রথম ম্যাচ হওয়ার কথা ছিল। তবে ভেন্যু পরিবর্তন নিয়ে আইসিসি এখন এক বিশাল লজিস্টিক চ্যালেঞ্জ ও কঠিন সিদ্ধান্তের মুখোমুখি।
মোস্তাফিজুর রহমান ইস্যুতে আইপিএলের আসন্ন মৌসুমের সম্প্রচার বাংলাদেশে নিষিদ্ধ করার সিদ্ধান্তও নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সরকারি সূত্রগুলো বলছে, জাতীয় স্বার্থ ও দেশের ক্রিকেটারদের মর্যাদার প্রশ্নে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোস্তাফিজুর রহমানের মতো একজন প্রতিষ্ঠিত আন্তর্জাতিক ক্রিকেটারের সঙ্গে এমন আচরণ মেনে নেওয়া যায় না— এমন মনোভাব থেকেই এই কঠোর পদক্ষেপ।