মরিশাসে বাংলাদেশি অভিবাসী কর্মীকে ধর্ষণ ও প্রতারণার অভিযোগ

By স্টার নিউজ প্লাস
8 September 2022, 04:18 AM
UPDATED 8 September 2022, 10:36 AM

পরিবারের দারিদ্র্য দূর করতে ৩ বছর আগে সেলাই মেশিন অপারেটরের কাজ নিয়ে মরিশাসে যান এক বাংলাদেশি নারী।

তার অভিযোগ, কারখানার মালিক ভারতীয় বংশোদ্ভূত মরিশাসের ব্যবসায়ী অনিল কোহলি বাংলাদেশি এক কর্মীর সহায়তায় তাকে ধর্ষণ করে।

আজ স্টার নিউজ প্লাসে আমরা সেই নারীর মুখোমুখি হয়েছি। জেনেছি মরিশাসে তার দুর্বিষহ জীবনের কথা।