দামাল ও বাংলাদেশে ক্রীড়া চলচ্চিত্রের সম্ভাবনা

By নন স্ট্রাইকারস এন্ড
10 September 2022, 12:36 PM

আসছে ২৮ অক্টোবর মুক্তি পাচ্ছে স্বাধীন বাংলা ফুটবল দলের গল্পের অনুপ্রেরণা থেকে তৈরি সিনেমা দামাল।

দ্য ডেইলি স্টারের NON STRIKER'S END powered by Daraz-এর বিশেষ পর্বে অতিথি হিসেবে ছিলেন দামাল চলচ্চিত্রে স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়কের চরিত্রে অভিনয় করা শরিফুল রাজ এবং পরিচালক রায়হান রাফি।

একান্ত আলোচনায় উঠে এসেছে বাংলাদেশে ক্রীড়া চলচ্চিত্রের সম্ভাবনাও। পাশাপাশি এশিয়া কাপে বাংলাদেশ দলের পারফরম্যান্স নিয়েও মতামত জানান এই দুই অতিথি।