বিয়ের সাজসজ্জা নিয়ে রাজধানীতে চলছে ওয়েডিং এক্সপো

By স্টার লাইফস্টাইল
11 October 2022, 12:03 PM

রাজধানীর বিভিন্ন স্থানে চলছে ওয়েডিং এক্সপো। ওয়েডিং এক্সপোর মাধ্যমে বিয়ের সাজসজ্জা নিয়ে কাজ করছে নতুন পুরোনো অনেকগুলো ব্র্যান্ড। এক্সপোতে বিশেষ করে দেশীয় লাক্সারি ব্রাইডাল এবং গ্রুম ক্লোদিং ব্র্যান্ডগুলোকে একসঙ্গে পাচ্ছেন ক্রেতারা।

কেমন হচ্ছে ঢাকার ওয়েডিং এক্সপো? চলুন দেখে আসি।