সুরের মাধ্যমে যে কোনো ভাষার মানুষের সঙ্গে যোগাযোগ সম্ভব

By ক্যান্ডিড স্টার
19 October 2022, 16:51 PM
UPDATED 19 October 2022, 23:00 PM

এ প্রজন্মের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী মাশা ইসলাম। ছোটবেলা থেকে গানের সঙ্গে পথচলা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দারুণ সাড়া ফেলেছেন তিনি। বাংলা ছাড়াও অন্যান্য ভাষায় গান গেয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের কাছে পরিচিতি পেয়েছেন।

আজকের ক্যান্ডিড স্টারে থাকছে মাশা ইসলামের না বলা গল্প।