দুই দিনের দুনিয়া: রহস্যময় ভবিষ্যতদ্রষ্টার গল্প

By স্টার মুভি রিভিউ
21 October 2022, 03:32 AM
UPDATED 24 October 2022, 16:40 PM

হুট করেই জামসেদের সঙ্গে পরিচয় হয় ট্রাকচালক সামাদের। জামসেদ জানায়, সে ভবিষ্যৎ থেকে এসেছে, সামাদের গোপন অনেক খবর সে জানে।

জামসেদ কি আসলেই ভবিষ্যৎ জানে? কী তার পরিচয়? নাকি এর পেছনে রয়েছে অন্যকিছু?

আশরাফুল আলম শাওনের গল্পে 'দুই দিনের দুনিয়া' ওয়েবফিল্মটি নির্মাণ করেছেন 'দেবী' সিনেমাখ্যাত অনম বিশ্বাস।

ওয়েবফিল্মটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, ফজলুর রহমান বাবু, তানভীন সুইটি ও তানিয়া বৃষ্টি। এটি চরকি প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে।