ফ্রেডি-ইন্ট্রোভার্ট ডেন্টিস্টের বদলে যাওয়ার গল্প

By স্টার মুভি রিভিউ
9 December 2022, 05:29 AM
UPDATED 9 December 2022, 11:38 AM

সম্প্রতি মুক্তি পাওয়া বলিউডের সিনেমা 'ফ্রেডি' আবর্তিত হয়েছে তরুণ দাঁতের ডাক্তার ফ্রেডিকে নিয়ে। তিনি অন্তর্মুখী স্বভাবের। বিশেষ করে, নারীদের সঙ্গে সহজে মিশতে পারেন না।

এরপরও গত ৫ বছর ধরে তিনি ম্যাট্রিমোনিয়াল সাইটের মাধ্যমে নারীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এমন পরিস্থিতিতে এক অবিবাহিতা নারীর সঙ্গে তার দেখা হয়। গল্পে আসে নতুন মোড়।

শশাঙ্ক ঘোষের পরিচালনায় এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন কার্তিক আরিয়ান ও আলায়া এফ।

কার্তিকের অন্যতম সেরা পারফরম্যান্সের এই সিনেমা দেখা যাচ্ছে ডিজনি প্লাস হটস্টার প্ল্যাটফর্মে।