উপকূলীয় অঞ্চলে অন্তঃসত্ত্বা নারীদের স্বাস্থ্যসেবায় জাদুকরি চুড়ি

By ইনসাইড বাংলাদেশ
19 December 2022, 13:21 PM

উপকূলীয় অঞ্চলে অন্তঃসত্ত্বা নারীদের স্বাস্থ্যসেবা পেতে পাড়ি দিতে হয় অনেকটা দুর্গম পথ। আবার আর্থিক সংকটে অনেকে জরুরি মুহূর্তেও চিকিৎসকের কাছে যেতে পারেন না।

২০১৫ সাল থেকে ওয়ার্ল্ড ভিশন, বাংলাদেশ সরকার ও উইনরকের সহায়তায় এবং ইউএসএআইডির অর্থায়নে 'নবযাত্রা' নামে একটি প্রকল্প পৌঁছেছে উপকূলের বাঁকে বাঁকে। অন্তঃসত্ত্বা নারী ও সদ্য মায়েদের স্বাস্থ্য সচেতনতায় নানা উদ্যোগের একটি হচ্ছে জাদুকরি চুড়ি।

আজকের ইনসাইড বাংলাদেশে থাকছে অন্তঃসত্ত্বা নারীদের স্বাস্থ্য সুরক্ষার পরামর্শক জাদুকরি চুড়ি কার্বন মনোক্সাইড এক্সপোজার লিমিটার বা কোয়েলের গল্প।