শতবর্ষের স্মৃতিবিজড়িত ডানস্টোন সিমেট্রি

By স্টার স্পেশাল
16 January 2023, 02:48 AM
UPDATED 16 January 2023, 09:38 AM

নয়নাভিরাম চা বাগানের মাঝে শতবর্ষের পুরনো এক কবরস্থান। এ দেশে চা শিল্পের শুরুর ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে এই কবরস্থানের নাম।

নিজ মাতৃভূমি থেকে বহুদূরে এখানে যারা চিরনিদ্রায় শায়িত আছেন, তাদের জন্য প্রার্থনা করেন স্থানীয়রা।

স্টার স্পেশালে দেখুন ইতিহাসের সাক্ষী শ্রীমঙ্গলের ডানস্টোন সিমেট্রির গল্প।