ওভারট্রাম্প- একটি ব্যর্থ প্রচেষ্টা?

By স্টার মুভি রিভিউ
24 March 2023, 03:01 AM
UPDATED 24 March 2023, 09:10 AM

সেলিম আর তার সার্কাস পার্টির সদস্যরা পুরুষদের 'হানি ট্র‍্যাপে' ফেলে অন্তরঙ্গ মুহূর্ত ভিডিও করে তাদের থেকে মুক্তিপণ নেয়। সবকিছুই ঠিকঠাক চলছিল। কিন্তু মিরাজকে অপহরণের পর গোলমাল শুরু হয়। এই নিয়েই এগিয়েছে ওভারট্রাম্প সিরিজের গল্প।

বাশার জর্জিস পরিচালিত প্রথম সিরিজ ওভারট্রাম্পে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মোস্তফা মনোয়ার, এফ এস নাইম, সামিরা খান মাহি, শরীফ সিরাজ, আশনা হাবিব ভাবনা, ও জিসান।

চরকিতে দেখা যাবে ডার্ক কমেডি ঘরানার ৬ পর্বের সিরিজ ওভারট্রাম্প।