সরকারের ভাষ্য আর সাধারণের বাস্তবতায় বিস্তর ফারাক

By স্টার অপিনিয়ন
2 April 2023, 03:52 AM
UPDATED 2 April 2023, 09:58 AM

সংবাদপত্রের প্রতিবেদনে গরিব মানুষের দুর্দশার কথা তুলে ধরায় সাংবাদিককে গভীর রাতে তুলে নেওয়া, তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা, র‍্যাব হেফাজতে নারীর মৃত্যু—এমন ঘটনা কি কোনো গণতান্ত্রিক দেশে ঘটার কথা?

সরকার যে বাস্তবতা দেখাতে চায় আর সাধারণ মানুষের যে বাস্তবতা তার মধ্যে কেন এত ফারাক?

দ্য ডেইলি স্টার অপিনিয়নের সঙ্গে দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কথা বলেছেন অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ।