নকশাকার গুরুমাতা রাধাবতীর গল্প

By স্টার স্পেশাল
23 April 2023, 14:11 PM
UPDATED 24 April 2023, 09:33 AM

কলাগাছের তন্তু দিয়ে শাড়ি তৈরি করে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাঝেরগাঁও গ্রামের রাধাবতী দেবী আলোচনায় এসেছেন। তবে মণিপুরি শাড়ির শিল্পী হিসেবে তার পরিচয় অনেক আগে থেকেই। ২০২০ সালে তাঁতজাত বস্ত্রের শ্রেষ্ঠ নকশাকার হিসেবে তাকে 'নকশাকার গুরুমাতা' উপাধি দেয় বাংলাদেশ মণিপুরি আদিবাসী ফোরাম। আজ স্টার স্পেশালে থাকছে রাধাবতীর গল্প।