‘লিডার, আমিই বাংলাদেশ’: শাকিব খানই প্রধান আকর্ষণ

By স্টার মুভি রিভিউ
5 May 2023, 09:02 AM
UPDATED 5 May 2023, 15:11 PM

গত প্রায় বেশ কয়েক বছর ধরে ঈদের সিনেমা মানেই শাকিব খানের সিনেমা। এবারও ব্যতিক্রম হয়নি।

ছোটপর্দায় দীর্ঘদিন কাজ করা পরিচালক তপু খান তার প্রথম সিনেমাতেই পেয়েছেন শাকিব খানকে।

ঈদে মুক্তি পাওয়া 'লিডার, আমিই বাংলাদেশ' সিনেমার আরও অভিনয় করেছেন বুবলী, মিশা সওদাগর, ফখরুল বাশার মাসুম ও মিলি বাশার।

মহল্লার যেকোনো অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া যুবক নাফিস ইকবালকে ঘিরে গড়ে উঠেছে এই সিনেমার গল্প। এটি এবারের ঈদে সর্বোচ্চ সংখ্যক হলে মুক্তি পেয়েছে। ব্যবসায়িক দিক থেকে এখন পর্যন্ত বেশ সুবিধাজনক অবস্থানে আছে।