উত্তরবঙ্গের ৪ জেলায় উৎপাদন হবে সাড়ে ১১ লাখ টন আম

By স্টার নিউজবাইটস
23 May 2023, 14:49 PM
UPDATED 23 May 2023, 21:12 PM

রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও নাটোরে ৯২ হাজার ৯১৩ হেক্টর জমিতে ১১ দশমিক ৫২ লাখ টনের বেশি আম উৎপাদনের আশা করা হচ্ছে। প্রতি হেক্টরে এবার ১২ দশমিক ৪০ টন আম পাওয়া যাবে। 

সারা দেশের উৎপাদিত আমের ৬০ শতাংশ আসবে উত্তরবঙ্গের ৪ জেলা থেকে। এই আমের মূল্য প্রায় ৮ হাজার ৬৭ কোটি টাকা।