ফাউন্টেন পেনের কারিগর মোস্তফা

By স্টার স্পেশাল     
24 November 2023, 14:29 PM
UPDATED 24 November 2023, 20:37 PM

কলমে কালি ভরে লেখার কথা বললে অনেকেই হয়তো বলবেন, ফাউন্টেন পেনের যুগ শেষ। তবে এখনও ঢাকার বায়তুল মোকাররম মার্কেটের একটি ছোট দোকানে মোস্তফা কামাল পাশা করে যাচ্ছেন ফাউন্টেন পেন মেরামতের কাজ। আজ স্টার স্পেশালে থাকছে এই বিরল পেশাজীবীর গল্প।