মধ্যরাতে গুলশানে জমে উঠছে উটের দুধের চায়ের দোকান

By স্টার নিউজবাইটস
25 March 2024, 16:17 PM
UPDATED 26 March 2024, 11:38 AM

উটের দুধের চা, শুনতে যতটাই অবিশ্বাস্য মনে হোক না কেন, এই চা এখন পাওয়া যাচ্ছে রাজধানীর গুলশান এলাকার ৫২ নম্বর রোডে 'ব্যচেলর এক্সপ্রেস' দোকানে। উটের দুধের চা খেতে কেমন? কীভাবে তৈরি করা হয় আর কোথা থেকে বিক্রেতা এই দুধ সংগ্রহ করেন জানবো আজকের স্টার নিউজবাইটস-এ।