হোলি আর্টিজান হামলার ৮ বছর পর আবার কি সক্রিয় হচ্ছে নব্য জেএমবি?

By স্টার নিউজপ্লাস
2 July 2024, 19:13 PM

সিরিয়া ও এর আশেপাশে পুনরায় সংগঠিত হওয়ার চেষ্টা করছে তথাকথিত জঙ্গি সংগঠন আইএস। এর সঙ্গে সঙ্গে বাংলাদেশে আইএস অনুপ্রাণিত নব্য জেএমবিও আবার সক্রিয় হয়ে উঠছে।

কীভাবে তারা এতদিন পর আবার মাথাচাড়া দিয়ে উঠছে? কীভাবে তারা সদস্য সংগ্রহ করছে? বর্তমানে তাদের কার্যক্রম কী? জানতে দেখুন স্টার নিউজপ্লাস।