ফেনীতে ৩ কিলোমিটার বাঁধে ভাঙন, আবারো বন্যার আশঙ্কা

By স্টার নিউজবাইটস
15 September 2024, 13:49 PM

ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলায় মুহুরী, কহুয়া ও সিলোনীয়া নদীর মোট  ১২২ কিলোমিটার বাঁধের তিন কিলোমিটার অংশের বাঁধ ভেঙে গেছে।

দ্রুত সময়ের মধ্যে বাঁধগুলো মেরামত না করা হলে উজানের পানিতে আবারো বন্যার কবলে পড়তে পারে দুই উপজেলার লাখ লাখ মানুষ। বন্যার পূর্বাভাস থাকায় প্রায় প্রতিরাতে বন্যার আতঙ্কে রয়েছে সাধারণ মানুষ।