সাত বছরে আমীর খসরুর আয় বেড়েছে দ্বিগুণেরও বেশি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর বার্ষিক আয় গত সাত বছরে দ্বিগুণেরও বেশি বেড়েছে। একই সময়ে তার স্ত্রী তাহেরা আলমের আয়েও উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে আমীর খসরুর নির্বাচন কমিশনে সম্পদ বিবরণী (হলফনামা) জমা দিয়েছেন।
হলফনামা অনুযায়ী, ২০২৫ সালে খসরুর বার্ষিক আয় দেখানো হয়েছে এক কোটি ৫৯ লাখ ৬৩ হাজার ৪২৪ টাকা। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় তার বার্ষিক আয় ছিল ৭৩ লাখ ৬৫ হাজার ২১৯ টাকা। অর্থাৎ, সাত বছরের ব্যবধানে তার আয় বেড়েছে ১১৬ শতাংশেরও বেশি।
এই রাজনীতিক হলফনামায় উল্লেখ করেছেন তিনি পেশায় ব্যবসায়ী। তার আয়ের প্রধান উৎস হিসেবে উল্লেখ করেছেন—একটি নির্মাণ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির আওতায় 'সাইনিং মানি' হিসেবে পাওয়া ৮০ লাখ টাকা, শেয়ার বোনাস থেকে ৩৬ লাখ ৮৪ হাজার টাকা, বন্ড ও ব্যাংক সুদ থেকে ৩৬ লাখ ২৯ হাজার ৮২৪ টাকা, বাড়ি, অ্যাপার্টমেন্ট ও বাণিজ্যিক স্থাপনা ভাড়া থেকে ৬ লাখ ৪ হাজার ৬০০ টাকা এবং কৃষি খাত থেকে ৪৫ হাজার টাকা।
তার স্ত্রী তাহেরা আলমও পেশায় একজন ব্যবসায়ী। ২০১৮ সালে ৯ লাখ ৬ হাজার ৪২৭ টাকা আয় দেখিয়েছিলেন তিনি। সর্বশেষ হলফনামায় তার বার্ষিক আয় বেড়ে দাঁড়িয়েছে ৩৭ লাখ ৮২ হাজার ৮২৭ টাকা।
খসরু নগদ অর্থ হিসেবে এক কোটি ৮৮ লাখ টাকা থাকার কথা জানিয়েছেন আর তার স্ত্রীর কাছে রয়েছে নগদ এক কোটি ৩২ লাখ টাকা।
ব্যাংকে আমীর খসরুর জমা রয়েছে ১৪ লাখ ৭০ হাজার টাকা, আর তার স্ত্রীর রয়েছে ৩৪ লাখ ৫১ হাজার টাকা।
শেয়ার ও বন্ডে খসরুর বিনিয়োগের মূল্য এক কোটি ৪৮ লাখ টাকা, যেখানে তার স্ত্রীর বিনিয়োগ ৯৮ লাখ ৬০ হাজার টাকা। এছাড়াও এফডিআর ও সঞ্চয়পত্রে আমীর খসরুর বিনিয়োগ এক কোটি ৯৮ লাখ টাকা এবং তার স্ত্রীর ৪৬ লাখ ৫৭ হাজার টাকা।
হলফনামায় তাদের যানবাহন ও অন্যান্য সম্পদের বিবরণও উল্লেখ করা হয়েছে। খসরুর মালিকানায় রয়েছে ৭ লাখ ৫০ হাজার টাকা মূল্যের একটি জিপ গাড়ি, আর তার স্ত্রীর মালিকানায় রয়েছে বাজারমূল্যে ৪০ লাখ ৫০ হাজার টাকা দামের একটি জিপ।
এই দম্পতির স্বর্ণালঙ্কারের মোট মূল্য দেখানো হয়েছে ৩ লাখ ৪৬ হাজার টাকা।
অস্থাবর সম্পদের হিসাবে আমীর খসরুর মালিকানায় রয়েছে ২৩ লাখ ৯ হাজার টাকা মূল্যের অকৃষিজমি এবং প্রায় এক কোটি ২ লাখ টাকা মূল্যের চারটি ভবন। তার স্ত্রীর মালিকানায় রয়েছে এক কোটি ৩৬ লাখ টাকা মূল্যের দুটি স্থাবর সম্পত্তি।
হলফনামায় আরও উল্লেখ করা হয়েছে, একসময় আমীর খসরুর বিরুদ্ধে মোট ৩৫টি ফৌজদারি মামলা ছিল। এর মধ্যে ৩৪টিতে তিনি খালাস পেয়েছেন, অব্যাহতি পেয়েছেন অথবা মামলা প্রত্যাহার করা হয়েছে।
বর্তমানে ঢাকার বিশেষ জজ আদালতে তার বিরুদ্ধে একটি মামলা বিচারাধীন।