১৪ হাজার কর্মী ছাঁটাই করতে পারে নকিয়া

By স্টার অনলাইন ডেস্ক
19 October 2023, 06:39 AM
UPDATED 19 October 2023, 19:21 PM

মুনাফা কমে যাওয়ায় প্রায় ১৪ হাজার কর্মীকে ছাঁটাইয়ের কথা ভাবছে ফিনল্যান্ডভিত্তিক জনপ্রিয় টেলিকম প্রতিষ্ঠান নকিয়া।

আজ বৃহস্পতিবার বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, অর্থবছরের তৃতীয় প্রান্তিকে মুনাফা কমে যাওয়ায় তারা ১৪ হাজার কর্মী ছাঁটাই করতে পারে।

২০২৬ সালের মধ্যে প্রতিষ্ঠানটির কর্মী সংখ্যা কমিয়ে ৭২ হাজারে এবং খরচ কমিয়ে এক দশমিক দুই বিলিয়ন ইউরোতে (এক দশমিক ১৪ বিলিয়ন ডলার) নামিয়ে আনার পরিকল্পনার কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।