সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির লটারি আজ

By স্টার অনলাইন রিপোর্ট
12 December 2022, 06:01 AM

২০২৩ শিক্ষাবর্ষে দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ভর্তির জন্য লটারি অনুষ্ঠিত হবে আজ সোমবার।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুসারে, আজ দুপুর ২টায় ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ডিজিটাল পদ্ধতিতে এই লটারি অনুষ্ঠিত হবে।

পাশাপাশি আগামীকাল বিকেল ৩টায় একই জায়গায় বেসরকারি স্কুলগুলোর (মহানগর, জেলা সদর ও উপজেলা) লটারি অনুষ্ঠিত হবে।

এর আগে সরকারি বিদ্যালয়ে ভর্তিতে কেন্দ্রীয় লটারির জন্য নির্ধারিত তারিখ ছিল ১০ ডিসেম্বর। পরে তা স্থগিত করা হয়।

বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, দেশে মাধ্যমিক বিদ্যালয় আছে ১৮ হাজার ৮৭৪টি। এরমধ্যে ৬২১টি সরকার পরিচালিত।

গত ১৬ নভেম্বর থেকে সব সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়। ভর্তি ফরম জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৬ ডিসেম্বর।