দিনাজপুরে তাপমাত্রা ৫.৩ ডিগ্রি সেলসিয়াস, স্কুল বন্ধ

By নিজস্ব সংবাদদাতা, দিনাজপুর
28 January 2024, 04:36 AM
UPDATED 28 January 2024, 10:45 AM

দিনাজপুরে তাপমাত্রা পাঁচ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ায় এখনকার মানুষ হাড় কাঁপানো শীত অনুভব করছেন।

আজ রোববার এমন পরিস্থিতিতে জেলার স্কুলগুলো বন্ধ রাখা হয়েছে।

দিনাজপুর সদরের শাখারী পট্টি শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবার রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'আজ ২৮ জানুয়ারি ও আগামীকাল ২৯ জানুয়ারি স্কুল বন্ধ থাকবে।'

এর আগে গত ২৩ ও ২৪ জানুয়ারি দিনাজপুর জেলা শিক্ষা অফিস স্কুল বন্ধ রেখেছিল।

গত বৃহস্পতিবার তাপমাত্রা সাত দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস হলে তখনও স্কুল বন্ধ রাখা হয়।

আজ সকাল ৯টায় দিনাজপুরের আবহাওয়া অফিস পঞ্চগড়ের তেঁতুলিয়া মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা পাঁচ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে।

দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ মো. আসাদুজ্জামান ডেইলি স্টারকে বলেন, 'দিনাজপুরসহ অন্যান্য জেলায় মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।'

আজ সকাল থেকে আকাশ কুয়াশাচ্ছন্ন থাকায় সূর্য দেখা যায়নি।

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর গ্রামের কৃষক সোহরাব হোসেন ডেইলি স্টারকে বলেন, 'এমন তীব্র ঠান্ডায় মাঠে কাজ করা সহজ নয়। ঠাণ্ডার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছি।'