শনিবার স্কুল খোলা নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

By স্টার অনলাইন রিপোর্ট
12 May 2024, 09:09 AM
UPDATED 12 May 2024, 15:16 PM

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, ঈদুল আজহার পর থেকে শনিবার আবারও স্কুল বন্ধ থাকতে পারে।

শিক্ষামন্ত্রী জানান, শনিবারে সব মাধ্যমিক বিদ্যালয়ে স্কুল খোলা রাখা একটি অস্থায়ী সিদ্ধান্ত ছিল। তবে আমরা এখন আশাবাদী যে ঈদের পরে, শিক্ষক ও শিক্ষার্থীদের সাপ্তাহিক ছুটিতে ক্লাসে উপস্থিত থাকতে হবে না।

আজ রোববার এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এর আগে সরকার সব স্কুলে শনিবার শিক্ষাকার্যক্রম চালু রাখতে নির্দেশনা দিয়েছিল।