বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত অধ্যাদেশের দাবিতে শিক্ষা ভবনের সামনে ৭ কলেজের শিক্ষার্থীরা
প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত অধ্যাদেশের দাবি নিয়ে ঢাকায় শিক্ষা ভবনের সামনের সড়কে বিক্ষোভ করছেন সাত কলেজের কয়েকশ শিক্ষার্থী। কলেজগুলো থেকে আরও শিক্ষার্থী মিছিল নিয়ে শিক্ষা ভবনের দিকে আসছেন।
আজ সোমবার সকাল ১১টার দিকে তারা শিক্ষা ভবনের সামনে অবস্থান নেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আব্দুল গণি রোড, তোপখানা রোড ও সেগুনবাগিচা এবং এর আশেপাশের এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র যানজট।
ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় গঠনের খসড়া হালনাগাদ করে চূড়ান্ত অধ্যাদেশ চাইছেন তারা।
অধ্যাদেশ বিষয়ে সুনির্দিষ্ট রোডম্যাপ না পাওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
বিক্ষোভে অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন, 'গত এক বছর ধরে আমরা সাত কলেজের সমন্বয়ে আলাদা বিশ্ববিদ্যালয় করার কথা বলছি। সেটা এখন পর্যন্ত খসড়া পর্যন্ত হয়েছে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় নাম দিয়ে। কিন্তু অধ্যাদেশ হচ্ছে না।'
তিনি বলেন, 'আমরা আজ বিকেল ৫টা পর্যন্ত দেখব। তারপর আলোচনা করে আন্দোলনের গতি বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেব। আর এর মধ্যে অধ্যাদেশ পেলে গেলে আমরা চলে যাব। এখনই যদি শিক্ষা উপদেষ্টা অধ্যাদেশ দেন, আমরা এখনই চলে যাব। আমরা আশা করছি, শিক্ষা উপদেষ্টা অধ্যাদেশ দিয়ে দেবেন।'
সাত কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের এই অধ্যাদেশ জারির বিরোধিতা করার বিষয়ে তিনি বলেন, 'তারা মাত্র মাধ্যমিক পাশ করেছে। তারা অধ্যাদেশের বিষয় কতটুকু বুঝবে। আমাদের সঙ্গে আলোচনা করতে চাইলে আমরা তাদের বুঝাতে পারি। তাদের নিয়েও আমাদের ভাবনা আছে। খসড়াতেও স্পষ্টভাবে আছে যে ইন্টারমিডিয়েট থাকবে। তারপরও কিছু শিক্ষক তাদের অন্য দিকে নিয়ে যাচ্ছে।'
শিক্ষা ভবনের সামনে অবস্থান নেওয়া ও মিছিল নিয়ে আসা শিক্ষার্থীরা তাদের দাবির সপক্ষে নানা স্লোগান দিচ্ছেন।
বিক্ষোভরত আরেক শিক্ষার্থী বলেন, 'আমরা ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ ছাড়া ঘরে ফিরব না।'
অপ্রীতিকর ঘটনা এড়াতে শিক্ষা ভবনের চারপাশে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
২০১৭ সালে ঢাকার বড় সাতটি সরকারি কলেজকে—ঢাকা কলেজ, ইডেন কলেজ, বেগম বদরুন্নেসা মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বাঙলা কলেজ ও তিতুমীর কলেজ—জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। তখন থেকেই এই কলেজগুলো নিয়ে সংকট চলছে।
গত ২৬ মার্চ সাত কলেজ নিয়ে পৃথক বিশ্ববিদ্যালয় গঠনের পরিকল্পনা ঘোষণা করে সরকার। কিন্তু নতুন বিশ্ববিদ্যালয় চূড়ান্ত করার আগেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অধিভুক্তি বাতিল হওয়ায় সংকট আরও গভীর হয়। বর্তমানে ঢাকা কলেজের অধ্যক্ষকে প্রশাসক করে সাত কলেজের শিক্ষা কার্যক্রম চলছে।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) নতুন বিশ্ববিদ্যালয়ের নাম প্রস্তাব করেছে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়।