স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয়ের দিকে যাচ্ছে সাদিক কায়েমদের মিছিল
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটি মিছিল স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয়ের দিকে যাচ্ছে। আজ সোমবার দুপুরে মিছিলটি শুরু হয়।
ডাকসু সহ-সভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম, সহসাধারণ সম্পাদক (এজিএস) মহিউদ্দীন খানসহ হল ইউনিয়নের নেতারা মিছিলে যোগ দেন।
গত রাতে নিজের ভ্যারিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক পোস্টে সাদিক জানান, ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টায় জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার, দেশব্যাপী অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র উদ্ধার এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচি দেওয়া হয়েছে।
সাদিক কায়েমসহ ডাকসু নেতাদের মিছিলটি দুপুর ১২টায় শুরু হওয়ার কথা ছিল। তবে তা শুরু হতে হতে ১২টা ৪০ বেজে যায়। এর মধ্যে ডাকসু ভবনের সামনে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে স্লোগান দেন মিছিলে অংশগ্রহণকারীরা।
দুপুর দেড়টা নাগাদ মিছিলটি সচিবালয়ের কাছাকাছি পৌঁছে যায়।