নতুন ছাত্র সংগঠন আত্মপ্রকাশের আগে ঢাবিতে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ

By স্টার অনলাইন রিপোর্ট
26 February 2025, 10:54 AM
UPDATED 26 February 2025, 17:47 PM

নতুন ছাত্র সংগঠন আত্মপ্রকাশের আগে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিক্ষোভ করছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আজ বুধবার বিকেল ৩টার দিকে ঢাবি মধুর ক্যান্টিনের সামনে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ করার কথা ছিল।

কিন্তু, কমিটি ঘোষণার আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন ও টিএসসি এলাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন।

বিকেল ৫টা পর্যন্ত বিক্ষোভ চলছিল এবং নতুন ছাত্র সংগঠনের নাম ও কমিটি ঘোষণা করা হয়নি।

বিক্ষোভ মিছিলে তারা 'কমিটি কমিটি, ভেঙে দাও গুঁড়িয়ে দাও', 'প্রাইভেটের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন' স্লোগান দেন।

বিক্ষোভরত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারিকুল ইসলাম বলেন, 'জুলাই আন্দোলনে পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি আমরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছি। নতুন ছাত্র সংগঠনে আমাদের বাদ রেখে কমিটি যেন না দেওয়া হয়, সেজন্য আমরা বিক্ষোভ করছি।'  

নতুন সংগঠনের সংবাদ সম্মেলন আয়োজকদের একজন বলেন, 'সংগঠনের আত্মপ্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলন হবে, হয়ত একটু দেরি হতে পারে।'