সাম্য হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগ অবরোধ ছাত্রদলের

By স্টার অনলাইন রিপোর্ট
20 May 2025, 10:58 AM
UPDATED 20 May 2025, 17:11 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে আজ মঙ্গলবার আবারও রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন ছাত্রদল নেতাকর্মীরা।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর দ্য ডেইলি স্টারকে জানান, আজ বিকেল সাড়ে ৩টার দিকে ছাত্রদল নেতাকর্মীরা শাহবাগে সড়কে অবস্থান নিলে আশেপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

এসময় বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভকারীরা রাস্তায় বসে স্লোগান দিতে থাকেন। 

video.png
ছবি: পলাশ দাস/স্টার

ক্যাম্পাসে নিরাপত্তা পরিস্থিতি অবনতির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং প্রক্টরকে দায়ী করে তাদের পদত্যাগও দাবি করেন তারা।

এদিকে, শাহবাগ অবরোধের কারণে দুর্ভোগে পড়েন যাত্রীরা। অনেককেই বৃষ্টির মধ্যে বাস ও অন্যান্য যানবাহন থেকে নেমে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়। কেউ কেউ যানজটে আটকে থাকতে বাধ্য হন। 

5AfeYAYzFXLNnuBt1PQyIhGyO83-mqpXUUazGrSUpno.jpg
ছবি: পলাশ দাস/স্টার

গত ১৩ মে সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে হত্যা করা হয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী এবং জাতীয়তাবাদী ছাত্রদলের স্যার এ এফ রহমান হল ইউনিটের সাহিত্য সম্পাদক সাম্যকে। 

এই হত্যাকাণ্ডের বিচার দাবিতে গত ১৮ মে ছাত্রদল নেতাকর্মীরা শাহবাগে অবস্থান নেন।