বিটিআরসির নতুন চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এমদাদ উল বারী

By স্টার অনলাইন রিপোর্ট
10 September 2024, 10:12 AM

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মো. এমদাদ উল বারী।

আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, আগামী তিন বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দিয়েছে সরকার।

২০১৫ সালের জানুয়ারি থেকে ২০১৮ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বিটিআরসির সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন বারী। বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের মহাপরিচালক এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।