বিটিআরসি ভবনের সামনে মোবাইল ব্যবসায়ীদের অবস্থান

By স্টার অনলাইন রিপোর্ট
7 December 2025, 06:51 AM
UPDATED 7 December 2025, 14:35 PM

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) সংস্কারসহ বেশ কয়েকটি দাবিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনের সামনে অবস্থান নিয়েছেন মোবাইল ব্যবসায়ীরা।

আজ রোববার দুপুরে শের-ই-বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ ব্যানারে সকাল ১০টায় ব্যবসায়ীরা সেখানে উপস্থিত হন। এতে রাস্তার এক পাশে যানজট সৃষ্টি হয়।

mobile3.jpg
ছবি: পলাশ খান/স্টার

তিনি জানান, সকাল ১০টা থেকে ব্যবসায়ীরা সেখানে অবস্থান নেন। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তাদের আন্দোলন চলছিল।

রাজধানীর বসুন্ধরা সিটির মোবাইল দোকানের মালিক আরাফাত হোসেন বলেন, 'আমরা চাই, আমাদের দাবিগুলো শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে পূরণ হোক। যদি ১ লাখ টাকার একটি ফোনে ৫৭ শতাংশ শুল্ক বসানো হয়, তাহলে তার খুচরা মূল্য স্বয়ংক্রিয়ভাবে ২ লাখ টাকার বেশি হয়ে যায়। এতে আমাদের ব্যবসায় ক্ষতি হবে।'

mobile2.jpg
আগারগাঁওয়ে সড়কে অবস্থান নেন মোবাইল ব্যবসায়ীরা। ছবি: সুকান্ত হালদার/স্টার

আরাফাত আরও বলেন, 'এই আন্দোলন কেবল আমাদের জন্য নয়, আমাদের গ্রাহকদের জন্যও।'

ব্যবসায়ীদের দাবির মধ্যে আছে—মোবাইলের আমদানি শুল্ক কমানো, আমদানি শর্ত সহজ করা, এনইআইআর সিস্টেম চালুর পরিকল্পনার বিরুদ্ধে প্রতিবাদ।

mobile4.jpg
ছবি: পলাশ খান/স্টার

আগামী ১৬ ডিসেম্বর থেকে এনইআইআর সিস্টেম চালু হতে যাচ্ছে। এতে আইএমইআই নম্বর ব্যবহার করা চুরি বা অবৈধ মোবাইল ফোন চিহ্নিত ও ব্লক করা হবে।

ব্যবসায়ীরা দাবি করেছেন, এনআইআইআর সিস্টেম চালু হলে লাখো ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবেন।

mobile.jpg
আগারগাঁওয়ে সড়কে অবস্থান নেন মোবাইল ব্যবসায়ীরা। ছবি: সুকান্ত হালদার/স্টার

তারা আরও দাবি করেন, নতুন নীতি নির্দিষ্ট একটি গোষ্ঠীর উপকার করবে এবং অতিরিক্ত শুল্কের কারণে ভোক্তা পর্যায়ে মোবাইল ফোনের দাম বাড়বে।