দাম বাড়ল আরও, স্বর্ণের ভরি ১ লাখ ২৭ হাজার ৯৪২ টাকা

By স্টার বিজনেস রিপোর্ট
26 August 2024, 09:04 AM
UPDATED 26 August 2024, 15:11 PM

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। আজ থেকে প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে এক লাখ ২৭ হাজার ৯৪২ টাকায়, যা দেশের ইতিহাসে রেকর্ড দাম।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ সোমবার থেকে এই দাম কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে।

বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশীয় জুয়েলারি ব্যবসায়ীরা প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) খাঁটি স্বর্ণের দাম ১ হাজার ৯৩৬ টাকা বাড়িয়েছে।

গতকাল বাজুসের মূল্য নির্ধারণ ও তদারকি সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে স্থানীয় বাজারে স্বর্ণের দাম বৃদ্ধির কারণ দেখিয়ে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

গত বছরের ২০ জুলাই প্রথমবারের মতো প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ টাকার ওপরে উঠেছিল।

বাংলাদেশে স্বর্ণের বার্ষিক চাহিদা ২০ থেকে ৪০ টন।