৪ দিন পর খুলেছে পোশাক কারখানা

By স্টার বিজনেস রিপোর্ট
24 July 2024, 09:24 AM
UPDATED 24 July 2024, 15:28 PM

কোটা সংস্কার আন্দোলনের মধ্যে দেশজুড়ে সংঘর্ষ ও কারফিউয়ের কারণে গত চারদিন বন্ধ থাকার পর পোশাক ও বস্ত্র কারখানাগুলো আবার খুলেছে।

আজ বুধবার বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এ তথ্য জানিয়েছে।

বিজিএমইএর সভাপতি এসএম মান্নান দ্য ডেইলি স্টারকে বলেন, আজ সব পোশাক কারখানা খুলেছে। শ্রমিকদের অফিসিয়াল পরিচয়পত্রই তাদের চলমান কারফিউয়ের পাস হিসেবে ব্যবহার করা যাবে।

কারখানা খোলার পর এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলেও জানান তিনি।

বিজিএমইএ সভাপতি আরও জানান, কারখানার মধ্যমসারির কর্মকর্তা ও পণ্য পরিবহনকারীরা তাদের অফিসিয়াল পরিচয়পত্রকে কারফিউ পাস হিসেবে ব্যবহার করতে পারবেন।

এর আগে পোশাক রপ্তানিকারকরা প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে পোশাককর্মী ও কারখানার নিরাপত্তা বিষয়টি তুলে ধরেন।

সংঘর্ষ ও কারফিউয়ের জেরে গত শনিবার কলকারখানা বন্ধ করে দেওয়া হয়।