১ বছর পর কোক স্টুডিও বাংলার নতুন গান 'বাজি'

By স্টার অনলাইন রিপোর্ট
23 August 2025, 16:13 PM

এক বছরের অপেক্ষার পর কোক স্টুডিও বাংলার তৃতীয় মৌসুমের নতুন গান মুক্তি পেয়েছে।

আজ শনিবার মুক্তি পাওয়া 'বাজি' গানটি গেয়েছেন ইমন চৌধুরী ও হাশিম মাহমুদ। গানটির কথা লিখেছেন 'সাদা সাদা কালা কালা', 'কথা কইয়ো না' গানের গীতিকার হাশিম মাহমুদ।

গত বছরের ১৩ এপ্রিল ১৮০ জন সুরকার ও শিল্পীর অংশগ্রহণে শুরু হয়েছিল কোক স্টুডিও বাংলার তৃতীয় মৌসুম। ইতোমধ্যে তিনটি গান মুক্তি পেয়েছে। সর্বশেষ 'অবাক ভালোবাসা' গানটি এসেছিল গত বছরের ২৫ মে। এরপর দীর্ঘ দিন নীরব ছিল জনপ্রিয় এই মিউজিক প্ল্যাটফর্ম।

সামনে আসতে চলেছে আরও ছয়টি গান। যেখানে তারকা শিল্পীদের পাশাপাশি থাকছেন উদীয়মানরাও, যা সৃজনশীলতার সীমা আরও প্রসারিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।