ঘাসফড়িং কয়্যার: সুরের বন্ধনে আবদ্ধ তারা

By ক্যান্ডিড স্টার
13 June 2023, 16:36 PM
UPDATED 13 June 2023, 22:46 PM

আপনি হয়তো তাদের চেনেন অসাধারণ কভার 'চাইনা ভাবিস' কিংবা 'আহা কি আনন্দ' গানের জন্য। অথবা কেউ হয়তো তাদের অনুসরণ করেন বাংলাদেশের প্রথম গ্র্যামি মনোনীত আরমিন মুসার সাফল্যের কারণে।

তবে, এই মুহূর্তে ঘাসফড়িং কয়্যার আলোচিত হচ্ছে কোক স্টুডিও বাংলার জনপ্রিয় গান 'দেওরা'য় অসাধারণ পরিবেশনার জন্য।

সম্প্রতি দ্য ডেইলি স্টার স্টুডিওতে তারা এসেছিলেন কোক স্টুডিওতে তাদের অভিজ্ঞতার গল্প শোনাতে।