সামাজিক কাজের জন্য প্রেসিডেন্টের প্রশংসা পুরস্কার পেল বিটিএস
কে-পপ ব্যান্ড বিটিএস তাদের 'লাভ মাইসেলফ' উদ্যোগের জন্য পঞ্চম কোরিয়া গুড ডোনেশন অ্যাওয়ার্ডসে প্রেসিডেন্টের প্রশংসাপত্র পেয়েছে।
বিটিএসের এজেন্সি বিগ হিট মিউজিক মঙ্গলবার এ তথ্য জানিয়েছে বলে কোরিয়া হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়।
দক্ষিণ কোরিয়ার প্রশাসন ও নিরাপত্তাবিষয়ক মন্ত্রণালয় ২০২১ সাল থেকে এই পুরস্কার দিয়ে আসছে। সামাজিক অনুদান, উদারতা ও মানবিক কাজের মাধ্যমে যারা ইতিবাচক পরিবর্তন আনে তাদের স্বীকৃতি দিতে এই পুরস্কার দেওয়া হয়। এর লক্ষ্য দক্ষিণ কোরিয়ায় সমাজ সচেতন সংস্কৃতি গড়ে তোলা।
এক বিবৃতিতে বিটিএস এই স্বীকৃতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তারা বলেছে, 'লাভ মাইসেলফ প্রচারণা সমাজের ওপর ইতিবাচক প্রভাব ফেলেছে। এ জন্য আমরা সত্যিই অনেক খুশি।'
বিবৃতিতে তারা আরও বলেছে, 'এই পুরস্কার কেবল আমাদের নয়, বরং যারা অন্যের উপকার করে, সামাজিক কাজ করে এবং আমাদের প্রতি সংহতি দেখিয়েছেন তাদের সবার।'
বিটিএস এই অর্জনকে আর্মিদের প্রতি উৎসর্গ করে বলেছে, আমরা সামাজিক পরিবর্তনের জন্য কাজ করে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।
২০১৭ সালে বিটিএস ইউনিসেফ কোরিয়ার সঙ্গে যুক্ত হয়ে লাভ মাইসেলফ ক্যাম্পেইন শুরু করে। তারা মূলত শিশুকিশোরদের সচেতন ও তাদের প্রতি সহিংসতা রোধে কাজ করে। পরবর্তীতে এই প্রচারণা ১৫৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়ে।
বিগ হিট মিউজিক জানায়, এটি মূলত মানসিক স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি। এই ক্যাম্পেইনটি ১০ কোটির বেশি মানুষের কাছে পৌঁছেছে। এ পর্যন্ত বিটিএস ও বিশ্বব্যাপী আর্মি মিলে প্রায় প্রায় ৬ দশমিক ২৫ মিলিয়ন ডলার।
এদিকে বিটিএস আগেই জানিয়েছে, তারা ২০২৬ সালের বসন্ত থেকে শুরু হতে যাওয়া বিশ্ব ট্যুর এবং নতুন অ্যালবামের প্রস্তুতি নিচ্ছে।

