ফেরার অপেক্ষায় বিটিএস, নতুন অ্যালবামের রেকর্ডিং শেষ

By স্টার অনলাইন ডেস্ক
22 December 2025, 05:11 AM

দক্ষিণ কোরিয়ার কে-পপ ব্যান্ড বিটিএস ২০২৬ সালেই ফিরছে কোরিয়া হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়েছে। রোববার এক লাইভস্ট্রিমে ব্যান্ডটির সদস্যারা আর্মিদের বলেন, ২০২৬ সাল হবে বিটিএসের বছর।

তারা জানান, কয়েক মাস আগেই নতুন অ্যালবামের রেকর্ডিংয়ের কাজ শেষ করেছেন। তবে গানগুলো আরও সুন্দর করতে পরিমার্জনের কাজ চলছে। অ্যালবামটি আগামী বছরের মার্চ মাসে প্রকাশ হওয়ার কথা আছে।

বিটিএস সদস্যরা জানান, তারা আবার পূর্ণোদ্যমে কার্যক্রম শুরু করতে অধীর হয়ে আছেন। তবে সবার সামরিক সেবা শেষ হলেও ভক্তদের সঙ্গে খুব বেশি যোগাযোগ রাখতে পারেননি। কেন পারেননি, তা নিয়ে বিস্তারিত কিছু বলেননি তারা।

আরএম বলেন, 'আমি চাই, কোম্পানি আমাদের প্রতি একটু যত্নশীল হোক।'

আরএম স্বীকার করেন, তিনি সাধারণত এ ধরনের মন্তব্য করেন না।

এর আগে, গত সপ্তাহে বিটিএসের এজেন্সি হাইবকে কামব্যাকের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার অনুরোধ করেছিলেন দলের প্রধান আরএম। এতে জল্পনা শুরু হয় যে, ব্যান্ডের সদস্যরা হয়তো এজেন্সির ওপর কিছুটা হতাশ।