কেন এজেন্সির প্রতি হতাশ বিটিএসের আরএম

By স্টার অনলাইন ডেস্ক
23 December 2025, 09:21 AM
UPDATED 23 December 2025, 15:31 PM

দক্ষিণ কোরিয়ার পপ ব্যান্ড বিটিএসের প্রধান আরএম এক লাইভস্ট্রিমে এজেন্সির প্রতি হতাশা প্রকাশ করেছেন। সাধারণত কে-পপ ব্যান্ডগুলোর জন্য এভাবে হতাশা প্রকাশে উদাহরণ তেমন নেই। তাই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিটিএসের এজেন্ট হলো বিগ হিট মিউজিক, হাইবের সহযোগী সংস্থা।

রোবাবর বিটিএসের ফ্যান প্লাটফর্ম ওয়েভার্সে আরএম কোম্পানির পক্ষ থেকে যথাযথ সহযোগিতা না পাওয়ার ইঙ্গিত দেন।

আরএম বলেন, 'আমি চাই কোম্পানি আমাদের প্রতি আরও গুরত্ব দেখাক। আমি চাই তারা আমাদের প্রতি আরও খেয়ালি হোক।'

লাইভে আরএম ও বিটিএস সদস্যরা বাধ্যতামূলক সেনা সেবা শেষ করে ফিরতে না পারার ব্যাপারে ভক্তদের সঙ্গে আলোচনা করছিলেন।

তবে আরএমের হতাশা প্রকাশ নতুন নয়। এর আগে ১৭ ডিসেম্বরের আরেকটি লাইভস্ট্রিমে তিনি বলেছিলেন, '২০২৫ সাল আমার জন্য খুবই ক্লান্তিকর ছিল। আমি যত দ্রুত সম্ভব কামব্যাক করতে চাই, এজন্য মুখিয়ে আছি। আর বছরের শেষটা আমার জন্য ভালো লাগার মতো কিছুই ছিল না।'

তিনি আরও হতাশা প্রকাশ করে জানান, হাইব তাদের কামব্যাকের তারিখ দ্রুত ঘোষণা করেনি।

আরএমের ভাষ্য, 'কোম্পানি কখন কামব্যাকের তারিখ ঘোষণা করবে? আমি চাই হাইব দ্রুত ঘোষণা করুক।'

আরএম এজেন্সির প্রতি এভাবে ধারাবাহিক মন্তব্য করার পর অনেক ভক্ত হাইব ও বিগ হিট মিউজিকের প্রতি হতাশা প্রকাশ করেছেন। আবার কিছু ভক্ত আরএমকে সমালোচনা করেছেন। তাদের দাবি, আরএমের অভিযোগ অস্পষ্ট।

তবে কোনো শিল্পীর বর্তমান এজেন্সি নিয়ে এভাবে প্রকাশ্যে সমালোচনা করার ঘটনা খুবই বিরল। তাই আরএম কেন সরাসরি হতাশা প্রকাশ করলেন, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, বিটিএসের সঙ্গে হাইবের কোনো দ্বন্দ্বে আছে কি না।

শিল্প সংশ্লিষ্ট এক কর্মকর্তা কোরিয়া হেরাল্ডকে বলেছেন, 'আরএমের কিছু মন্তব্যের ভিত্তিতে বলা কঠিন যে, বিটিএস ও হাইবের মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে। তবে লাইভস্ট্রিমে হতাশা প্রকাশ করা একটি কৌশল হিসেবে দেখা যেতে পারে। হয়তো তারা ভক্তদের ভালোবাসা ব্যবহার করে এজেন্সিকে দ্রুত কামব্যাক ঘোষণা করতে চাপ দিচ্ছে।'