‘লুকোচুরি লুকোচুরি গল্প’ আজও প্লে-লিস্টে উজ্জ্বল

জাহিদ আকবর
জাহিদ আকবর
4 January 2026, 13:09 PM

'লুকোচুরি লুকোচুরি গল্প' গানটির ভেতরে রং-তুলি দিয়ে কে যেন বসে ছবি আঁকে। সেই ছবি চোখের সামনে দৃশ্যমান হয়। সেই চিত্র দেখতে দেখতে কোথায় যেন শ্রোতাদের মন ভেসে যায়।

কণ্ঠশিল্পী ফাহমিদা নবীর মায়াময় কণ্ঠে 'লুকোচুরি লুকোচুরি গল্প, তারপর হাতছানি অল্প, চায় চায় উড়তে উড়তে, মন চায় উড়তে উড়তে' গানটির ভেতর গভীরভাবে বুনে যায় সুরেলা ছবি। শিল্পী গানের মধ্য দিয়ে একটি চিত্রকল্প শ্রোতাদের উপহার দিয়েছেন।

এই গানটির সঙ্গে শ্রোতাদের দীর্ঘ ১৯ বছরের নিবিড় সম্পর্ক। আজও  শ্রোতাদের প্লে-লিস্ট দখল করে আছে 'আহা' সিনেমার গানটি।

এই গানের জন্য কণ্ঠশিল্পী হিসেবে ২০০৭ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন ফাহমিদা নবী। গানটির কথা লিখেছেন এনামুল করিম নির্ঝর, সুরকার দেবজ্যোতি মিশ্র।

ফাহমিদা নবীর অন্য শ্রোতাপ্রিয় গানের তালিকায় রয়েছে 'মেঘলা মন', 'তুমি কি সেই তুমি', 'আকাশ খুলে বসে আছি', 'বদলের দিনটা রে', 'আমি আকাশ হবো', 'যায় কি ছেঁড়া বুকের পাঁজর', 'ইচ্ছে করে', 'ভুল করে ভালবেসেছি', 'এক মুঠো গান', 'দুপুরের একলা পাখি', 'চারটা দেয়াল হঠাৎ খেয়াল' ইত্যাদি।

তার উল্লেখযোগ্য অ্যালবাম 'এক মুঠো গান', 'এক মুঠো গান-২', 'দুপুরের একলা পাখি', 'তুমি কি সেই তুমি, 'মনে কি পড়ে না', 'চারটা দেয়াল হঠাৎ খেয়াল', 'তবু বৃষ্টি চাই', 'ইচ্ছে হয়', 'আমারে ছুঁয়েছিলে' (নজরুলগীতি), 'তুমি অভিমানে' প্রভৃতি।

আজ এই গুণী কণ্ঠশিল্পীর জন্মদিন। ১৯৬৬ সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন তিনি।

ফাহমিদা নবী ১৯৭৯ সাল থেকে সংগীত জীবন শুরু করেন। চার দশকের বেশি সময় ধরে আধুনিক, ক্ল্যাসিক্যাল, রবীন্দ্র ও নজরুল সংগীত গেয়ে যাচ্ছেন এই কণ্ঠশিল্পী।