বিভূতিভূষণের গল্পে অনিমেষ আইচের ভৌতিক সিনেমা ‘মায়া’

By স্টার অনলাইন রিপোর্ট
29 March 2024, 17:11 PM
UPDATED 30 March 2024, 01:11 AM

জনপ্রিয় নির্মাতা অনিমেষ আইচ প্রথমবার বাংলা সাহিত্যের বিখ্যাত লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প নিয়ে একটি ওয়েব ফিল্ম পরিচালনা করেছেন। 

'মায়া' নামে ওয়েব ফিল্মটির শুটিং হয়েছে মানিকগঞ্জের প্রত্যন্ত গ্রামে। প্রচারিত হবে পহেলা বৈশাখের দিন।

এ বিষয়ে অনিমেষ আইচ দ্য ডেইলি স্টারকে বলেন, 'অনেক দিন ধরেই ভাবছিলাম প্রিয় লেখকের মায়া গল্প নিয়ে সিনেমা বানাব। মায়া আমার ভীষণ পছন্দের একটি গল্প। এতদিন পর কাজটি করার সুযোগ পেলাম। এত বড় মাপের লেখকের গল্প নিয়ে কাজটি করে ভালো লাগছে।'

switzerland.jpg
ছবি: সংগৃহীত

'মায়া ভৌতিক এবং প্রেমের গল্প। ১০০ বছরের আগের গল্প নিয়ে কাজ করা অনেক কঠিন ছিল। সে সময় মানুষ যেভাবে কথা বলতেন সেটাই রাখার চেষ্টা করেছি। এখন তো মানুষ সেভাবে কথা বলে না। তবে কাজটিতে যত্নের কমতি ছিল না', বলেন তিনি।

অনিমেষ আইচ বলেন, 'মায়া একটি অতিপ্রাকৃত গল্প। অভিনয়শিল্পীরা চমৎকার অভিনয় করেছেন। পহেলা বৈশাখ বাঙালির বড় একটি উৎসবের দিন। সেদিন মায়া প্রচার হবে। সবাইকে দেখার আমন্ত্রণ।'

asami-polatok-rubel.jpg
ছবি: সংগৃহীত

মায়া সিনেমায় অভিনয় করেছেন মামুনুর রশীদ, গোলাম ফরিদা ছন্দা, অভিনেতা বৃন্দাবন দাস ও শাহনাজ খুশীর দুই পুত্র দিব্য জ্যোতি ও সৌম্য জ্যোতি এবং গোলাম ফরিদা ছন্দার দুই কন্যা টাপুর ও টুপুর প্রমুখ।