নতুন নাটকে মালাইকা চৌধুরী

By স্টার অনলাইন রিপোর্ট
12 May 2025, 14:46 PM
UPDATED 13 May 2025, 20:54 PM

ঈদুল ফিতরে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ নির্মিত নাটক 'তোমাদের গল্প' দর্শকদের কাঁদিয়েছে, আবেগপ্রবণ করেছে। এর চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ। এবার ঈদুল আজহার জন্য একসঙ্গে কাজ করলেন তারা। তাদের নতুন নাটকের নাম রাখা হয়েছে 'ক্ষতিপূরণ'।

নাটকটি পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ, চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ।

'ক্ষতিপূরণ' নাটকের মাধ্যমে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর বোন মালাইকা চৌধুরী আবার ছোটপর্দায় আসছেন। এবার তাকে দেখা যাবে অভিনেতা ইয়াশ রোহানের বিপরীতে। নাটকে  আরো অভিনয় করেছেন নাদের চৌধুরী, মনিরা আক্তার মিঠু, রাশেদ মামুন অপু, সুষমা সরকার, এমএনইউ রাজু, সমু চৌধুরী, শরিফ ফারজানা বুশরা, আইমন সিমলা, ইকবাল। ইউটিউব ফিল্মটির চিত্রগ্রহণ করেছেন রাজু রাজ।

'ক্ষতিপূরণে' থাকছে একটি নতুন গান। এটি গেয়েছেন ও সুর-সংগীত পরিচালনা করেছেন আরফিন রুমি। গানের কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন।

ঈদুল আজহায় সিনেমাওয়ালা চ্যানেলে নাটকটি মুক্তি পাবে। মালাইকা চৌধুরী অভিনীত প্রথম নাটক 'সন্ধিক্ষণ'ও পরিচালনা করেছিলেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।