চলচ্চিত্র সেন্সরবোর্ডের বাংলা নাম চান কাজী হায়াৎ

By স্টার অনলাইন রিপোর্ট
21 February 2023, 11:56 AM

অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে এফডিসির শহীদ মিনার চত্বরে ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াৎ। 

শ্রদ্ধা জানানোর পর বরেণ্য এই পরিচালক বলেন, 'একান্ন বছরেও আমরা মুক্তি পায়নি সেন্সর থেকে। আমরা স্বাধীন হয়েছি, আমাদের ভাষা আন্তর্জাতিক ভাষার মর্যাদা পেয়েছে। আমাদের ভাষা দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা পেয়েছে কিন্তু আমরা সেন্সর থেকে মুক্তি পাইনি।'

তিনি আরও বলেন, 'আজও আমাদের চলচ্চিত্র সনদপত্রের জন্য সেন্সরবোর্ড বিভাগকে বাংলা করা হয়নি। সেন্সরবোর্ডের নীতিমালা যা আছে তাই থাকুন। কেবল সেন্সর ছাড়পত্রের জায়গায় সনদপত্র করে দেওয়া হোক।'