‘৪ বছর কীভাবে পার হলো টেরই পাইনি’
'চার বছর কীভাবে পার হলো টেরই পাইনি। দেখতে দেখতে সময় কেটে গেছে। মনে হচ্ছে এই তো সেদিন বিয়ে হলো।'
দ্য ডেইলি স্টারের সঙ্গে আলাপচারিতায় চতুর্থ বিবাহবার্ষিকী নিয়ে নিজের অভিব্যক্তি এভাবেই প্রকাশ করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী বিদ্যা সিনহা মিম।
বিশেষ এই দিনে ব্যক্তিজীবনের পাশাপাশি ক্যারিয়ার ও আসন্ন কাজ নিয়েও কথা বলেছেন তিনি।
বিদ্যা সিনহা মিম বলেন, 'সবার ভালোবাসা ও আশীর্বাদে বিয়ের চার বছরে পা রেখেছি। সময় কীভাবে কেটে গেছে, টেরই পাইনি। স্বামী ও পরিবার নিয়ে ভালো আছি।'
বিশেষ এই দিনে পরিবারের সঙ্গেই সময় কাটাচ্ছেন জানিয়ে তিনি বলেন, 'আজ বিশেষ কোনো পরিকল্পনা নেই।'
বিবাহবার্ষিকীতে স্বামীর কাছ থেকে পাওয়া সারপ্রাইজ প্রসঙ্গে মিম জানান, তার স্বামী সনি তাকে বেড়াতে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছেন।
বলেন, 'সে বলেছে, তুমি যেখানে যেতে চাও, সেখানেই নিয়ে যাব। আমি এখন ভাবছি কোথায় যাওয়া যায়।'
সম্প্রতি মালদ্বীপ ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরে মিম বলেন, 'সমুদ্র আমার খুব প্রিয়। মালদ্বীপে অনেক আনন্দ করেছি। সমুদ্রের নীল পানি আমার ভালো লাগে। আগেও গিয়েছি, গত মাসে আবারও গিয়েছিলাম। আমরা দুজন অনেক মজা করেছি—সমুদ্রের তীর ধরে হেঁটেছি, গল্প করেছি, মন ভরে সমুদ্র দেখেছি।'
কাজের প্রসঙ্গে মিম জানান, 'মালিক' নামে নতুন সিনেমার শুটিং শুরু হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে রাজি হননি তিনি।
তার ভাষায়, 'এই সিনেমা নিয়ে এখনই কিছুই বলা যাবে না। পরিচালক বলবেন। সিনেমার পক্ষ থেকে ঘোষণা দেওয়া হবে।'
জানা গেছে, সিনেমাটি পরিচালনা করছেন সাঈফ চন্দন এবং এতে মিমের বিপরীতে অভিনয় করছেন আরিফিন শুভ।
এ ছাড়া, চরকির ব্যানারে একটি ওয়েব ফিল্মের কাজও সামনে করবেন বলে জানান মিম। বলেন, 'নতুন নতুন স্ক্রিপ্ট আসছে, ওগুলো পড়ছি।'
নতুন বছরে কাজ নিয়ে প্রত্যাশা সম্পর্কে মিম বলেন, 'দর্শকদের ভালো ভালো কাজ উপহার দিতে চাই। যে গল্পগুলো আমার ভালো লাগবে এবং দর্শকদের ভালো লাগবে, তেমন কাজই করতে চাই।'
চলচ্চিত্র নিয়ে নিজের স্বপ্নের কথা বলতে গিয়ে মিম বলেন, 'ভালো কাজই একজন শিল্পীকে এগিয়ে রাখে। স্বপ্ন একটাই—ভালো কাজ করতে চাই। আমার ক্যারিয়ারে প্রশংসিত ও আলোচিত কিছু সিনেমা যুক্ত হয়েছে। আগামীতেও সেরকম সিনেমা করতে চাই।'
হুমায়ূন আহমেদের 'আমার আছে জল' সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করেন মিম। এরপর বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন। ভারতীয় বাংলা সিনেমার পাশাপাশি ওটিটিতেও দেখা গেছে তাকে।