পরীমনি অভিনীত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’র মুক্তি পেছাল

By স্টার অনলাইন রিপোর্ট
18 August 2022, 09:31 AM
UPDATED 18 August 2022, 15:39 PM

পরীমনি অভিনীত সরকারী অনুদানের সিনেমা 'অ্যাডভেঞ্চার অব সুন্দরবন' আগামী ২৩ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল। সবকিছু ঠিক থাকলেও চলতি বছর সিনেমাটি মুক্তি পাচ্ছেনা। আগামী বছরের ২০ জানুয়ারি মুক্তি পাবে সিনেমাটি।

সিনেমার পরিচালক আবু রায়হান জুয়েল দ্য ডেইলি স্টারকে বলেন, সিনেমার গল্পটা ছোটদের। সেই সময়ে এসএসসি ফাইনাল পরীক্ষা চলবে। তারাই যদি সিনেমাটি না দেখার সময় ও সুযোগ পায় তাহলে আমার ২ বছরের পরিশ্রম সার্থক হবে না।'

Porimoni.jpg

'তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী বছর ২০২৩ সালের ২০ জানুয়ারি সিনেমাটি সারাদেশে মুক্তি পাবে,' তিনি যোগ করেন।

Porimoni.jpg

লেখক মুহম্মদ জাফর ইকবালের লেখা 'রাতুলের রাত রাতুলের দিন' অবলম্বনে সরকারি অনুদানে নির্মিত হয়েছে 'অ্যাডভেঞ্চার অব সুন্দরবন'। সিয়াম আহমেদ পরীমনি ছাড়াও ১৮ জন শিশুশিল্পী অভিনয় করেছে। আরও আছেন শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম, কচি খন্দকার, মুনিরা মিঠু, আশিষ খন্দকার।