মধুপুরে আদিবাসীদের বিরুদ্ধে বন বিভাগের ৮৮ মামলা প্রত্যাহার

By নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল
7 January 2026, 14:47 PM
UPDATED 8 January 2026, 12:00 PM

টাঙ্গাইলের মধুপুর জাতীয় উদ্যানে বসবাসরত আদিবাসীদের বিরুদ্ধে করা বন বিভাগের ৮৮ মামলা প্রত্যাহার করা হয়েছে। এসব মামলায় অভিযুক্ত ৩৮৭ জনকে খালাস দেওয়া হয়।

আজ বুধবার বন আদালতের বিশেষ ম্যাজিস্ট্রেট মো. মিনহাজ উদ্দিন ফরাজী শুনানি শেষে এই রায় দেন।

টাঙ্গাইলের বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেনের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৪ ডিসেম্বর টাঙ্গাইল বন বিভাগের মধুপুর জাতীয় উদ্যানে বসবাসরতদের প্রথাগত ঐতিহ্য ও অধিকার সংরক্ষণের জন্য এসব মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।  

আজ শুনানি শেষে টাঙ্গাইল বন আদালতের বিশেষ ম্যাজিস্ট্রেট মো. মিনহাজ উদ্দিন ফরাজী ৮৮টি বন মামলা প্রত্যাহার করেন ও মামলায় অভিযুক্ত ৩৮৭ জনকে খালাস প্রদান করেন।

অভিযুক্তদের মধ্যে গারো ও কোচ ২৩১ জন এবং স্থানীয় বাঙালি রয়েছেন ১৫৬ জন।

মামলা প্রত্যাহারের ফলে মধুপুরে বসবাসরত প্রথাগত বনবাসীদের মাধ্যমে শালবন সংরক্ষণ ও পুনরুদ্ধার আরও সহজ হবে বলে আশা করছে বন বিভাগ।