বঙ্গবন্ধু টানেলে সড়ক বিভাজকে মাইক্রোবাসের ধাক্কা, আহত ৭

By নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
16 January 2024, 06:22 AM
UPDATED 16 January 2024, 15:01 PM

চট্টগ্রামের আনোয়ারায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের সংযোগ সড়কের ডিভাইডারে মাইক্রোবাসের ধাক্কায় নৌবাহিনীর এক সদস্যসহ ৭ জন আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, ঘন কুয়াশায় সকাল সাড়ে ৬টার দিকে আনোয়ারা থানাধীন বৈরাগে বঙ্গবন্ধু টানেলের আনোয়ারা থেকে পতেঙ্গাগামী সড়কের চায়না রোডের চৌরাস্তার মাথায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে নৌবাহিনীর সেন্ট্রি পয়েন্টে ধাক্কা দেয়।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদ বলেন, নৌবাহিনীর সদস্য ঘটনাস্থলে দায়িত্ব পালন করছিলেন। মাইক্রোবাসটি সড়ক বিভাজকে ধাক্কা দিলে গাড়ির চালক, যাত্রীসহ সাত জন আহত হন।

আহতরা হলেন- নৌবাহিনীর সদস্য গাজী মাহবুব রহমান রনি (সৈনিক), মাইক্রোবাসের ড্রাইভার রুবেল (৩০), যাত্রী আলী মুর্তুজা (২৭), রাশেদুল করিম (২৮), ফারহানা আক্তার(২৬), মুন্না (২৫) ও কাঞ্চি(২২)।

আহত নৌবাহিনীর সদস্য মাহবুব রহমান বিএনএইচ পতেঙ্গায় এবং অন্যরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছে পুলিশ।