গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে 

By স্টার অনলাইন রিপোর্ট
2 August 2025, 04:44 AM
UPDATED 2 August 2025, 11:29 AM

রাজধানীর গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটের পঞ্চম তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

আজ শনিবার সকাল ১১টা ১২ মিনিটের দিকে এই আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে, সকাল ১০টার দিকে ওই মার্কেটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে রওনা হয়।

পরে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এক বার্তায় এ তথ্য জানান।